Friday, May 28, 2010

"দীর্ঘ আট বছর পর খোলা হল কাঁঠালগুড়ি চা বাগান"

জলপাইগুড়ি, ২৮ মে:  নতুন করে ফিরে আসছে কাঠালগুড়ি-চা-বাগান। প্রায় আটবছর ধরে বন্ধ থাকা, এই চা বাগান আবার খুলছে। ২০০২ সালের ২২ জুলাই এই বাগানটি লকআউট  ঘোষণা করা হয়েছিল। বহুবার এিপক্ষিক বৈঠক হলেও বাগানটি খোলা যায়নি। বাগানটি খোলার পর ১১১২টি শ্রমিক পরিবারের এক জনকরে পুনরায় কাজ পাবে। বাগানে, সরকারের ১০০দিনের কাজের প্রকল্প জারি থাকবে। বাগান বন্ধ থাকার কারনে শ্রমিকরা রাজ্য সরকারের কাছে ১৫০০টাকা আর্থিক সহায়তা পেয়ে আসছে-তা আগামি এক বছর আরো দেওয়া হবে শ্রমিকদের। কাঠালগুড়ি চা বাগানে নতুন মালিকপক্ষ একটি গোবর গ্যাসের প্ল্যান্ট করবে জানিয়েছেন। বাগানের শ্রমিক এবং মালিক পক্ষের যৌথ প্রয়াসে কাঁঠালগুড়ি চা বাগান আবার এগিয়ে যাবে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)