Friday, May 14, 2010

"নিখোজ খুশবুর খোজে ভিন রাজ্যে তল্লাশি"

জলপাইগুড়ি, ১৪ মেঃ   গত ১৪ই ফেব্রুয়ারি থেকে জলপাইগুড়ি শহর লাগোয়া কেরানি পাড়ার বাসীন্দা খুশবু পাঠককে খুজে পাওয়া যাচ্ছে না। খুশবু ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিল। খুশবুর বাবা পেশায় পুরোহিত এবং তাদের কষ্টের সংসার। গত ১৩ই ফেব্রুয়ারী খুশবু স্কুলে গেলে আর ফিরে না আসায় তারা থানায় অভিযোগ করেন, অভিযোগ করেন ঐ এলাকারই দিল্লি প্রবাসী এক দম্পতির বিরুদ্ধে(জ্যোৎস্না রায় ও তার স্বামী পাপ্পু রায়)। তাদের অভিযোগ, জ্যোৎস্না রায়ের বাপের বাড়ি জলপাইগুড়িতে, তাই তারা মাঝে মাঝেই জলপাইগুড়িতে আসত। এবং ঐ দম্পতির সঙ্গে নিখোজ খুশবুর দিন দিন ঘনিষ্টতা বাড়তে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছে গেছিল যে খুশবুর সঙ্গে আড়ালে জ্যোৎস্না রায়ের কথাবার্তা চলত। খুশবুর বাবা মা এই ব্যাপারে মেয়েকে সতর্ক করলেও কোন লাভ হয়নি। তাই সন্দেহের তির ছিল ঐ দম্পতির উপরই। নিখোজ হওয়ার পর ঐ দম্পতির বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করলেও নির্দিষ্ট প্রমান না থাকার কারনে তারা ছাড়া পেয়ে যায়।
ইতিমধ্যে গত মাসে অভিযুক্ত দম্পতির ভাই দিল্লি থেকে জলপাইগুড়িতে আসলে এলাকার ক্ষুদ্ধ বাসীন্দারা তাকে থানায় নিয়ে যান এবং জেরার বশে তিনি খুশবুকে দিল্লি নিয়ে যাওরার কথা স্বীকার করেন। এরপরেই থানা থেকে দিল্লিতে পুলিশ টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়। জানা গেছে যে, পুলিশের দলটি যেসব জায়গায় অভিযান চালাচ্ছে, সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ হয়েছে। এই সব তথ্যের দারা খুব তাড়াতাড়ি খুশবুর খোঁজ পাওয়া যাবে বলে তাদের আশা।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)