Sunday, April 11, 2010

"কঠিন সংগ্রাম করেও এগিয়ে চলছে মৌমিতা তালুকদার"

জলপাইগুড়ি, ১১ এপ্রিলঃ   জলপাইগুড়ি মহামায়া পাড়ার বাসীন্দা শ্রী মদন গোপাল তালুকদারের, পেশায় বাহাদুর অঞ্চলের স্বাস্থ্য বিভাগের গ্রুপ ডি কর্মচারী। তার একমাত্র কন্যা মৌমিতা তালুকদার ২০০৭ সালে নবম শ্রেনীর ছাত্রী ছিল। সুনিতী বালা সদর বালিকা বিদ্যালয়ের  ছাত্রী ছিল।  সেই বছরই ২৬ শে মার্চ মৌমিতা টিউশন পড়তে যাওয়ার সময় আনন্দ পাড়া রেল লাইনে দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ভাগ্যবশত তার দুটি হাত কাটা পড়ে। তারপর থেকে নানা রকম ভাবে সংগ্রাম করে এবারে মৌমিতা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে এই দুর্ঘটনার পর মৌমিতার বাবা রেলে আবেদন করলেও সেখান থেকে কোনরকম সাহায্য পায়নি বলে তারা অভিযোগ করেছেন। তাদের আশা মেয়েকে লেখাপড়া শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এবং মৌমিতারও এ বিষয়ে একই মতামত। অভিনেত্রী সুধা চন্দনের সংগ্রামী জীবনে অনুপ্রানীত হয়ে এখন মৌমিতা নিজেও তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
মৌমিতা তালুকদার

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)