Thursday, April 1, 2010

"অ্যাডমিট কার্ড নিয়ে বিপাকে আনন্দ চন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা"

জলপাইগুড়ি, ১ এপ্রিলঃ   আজ থেকে আনন্দ চন্দ্র কলেজে শুরু হয়েছে প্রথম বর্ষের পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিপাকে পড়েছে কলেজের ছাত্র ছাত্রীরা। অ্যাডমিট কার্ডে ছাত্র ছাত্রীদের বিভাগ ভুল দেখানো হয়েছে যার ফলে  বুঝতে অসুবিধা হচ্ছে যে তারা কোন বিভাগের হয়ে পরীক্ষায় বসতে পারবে। অন্ততপক্ষে ৫০ জনেরও বেশি  ছাত্র  ছাত্রীদের এই রকম ভূল অ্যাডমিট এসেছে। কলেজের তরফ থেকে গতকাল ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্বারকলিপিও দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের অসতর্কতার জন্যই এরকম হয়েছে বলে দাবি করেছে  ছাত্র সংসদ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে  যেসব ছাত্র ছাত্রীদের অ্যাডমিটে এই ধরনের ভুল থাকবে তারা তাদের বিভাগেই পরীক্ষা দিতে  পারবে কোন অসুবিধা হবে না এবং কেন এরকম ভুল হচ্ছে তা দেখার চেষ্টা করবে। 

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)