Thursday, April 1, 2010

"অর্থাভাবে ভাঙনগ্রস্ত এলাকার সংস্কার হচ্ছে না সুকান্তনগর কলোনিতে"

জলাপাইগুড়ি, ১ এপ্রিলঃ   জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্তনগর কলোনিতে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়ে গেছে গত মাসের শেষের দিকে। কিন্তু ঐ এলাকার এখনো প্রায় অর্ধেকের বেশি ভাঙনগ্রস্ত পাঁড় সংস্কার করতে পারছেন না সেচ দপ্তর। বন্যা নিয়ন্ত্রনের জন্য  সেচ দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে ৭৫ লক্ষ টাকা এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা তহবিল থেকে ১ কোটি ৮৫ লক্ষ টাকা পেয়েছিল। গত বছর বর্ষায় তিস্তার ভাঙনের ক্ষয়ক্ষতির পরিমান এতটাই বেশি যে বরাদ্দ অর্থে বন্যা নিয়ন্ত্রনের কাজ করা সম্ভব হবে না। এখনও পর্যন্ত তিস্তার ২ নং স্পার এবং সুকান্তনগর কলোনির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার সংস্কার হয়ে গেছে। ভাঙনগ্রস্ত আরও ১৪০০ মিটারের মত এলাকার কাজ এখনও বাকি আছে। ঐ এলাকার ভাঙন রোধে চার কোটি টাকার বেশি প্রয়োজন আছে বলে জানিয়েছেন সেচ দপ্তর এবং এখনও পর্যন্ত যতখানি কাজ করা সম্ভব হয়েছে টাকা পেলে অবশিষ্ট অংশের কাজ করা হবে বলেও জানিয়েছেন।
সুকান্তনগর বাসিরা এখন আতঙ্কিত। এবারেও আবাদি জমি তিস্তার গর্ভে যাবে বলে তাদের আশঙ্কা। জলপাইগুড়ি বিধায়ক দেবপ্রসাদ রায় প্রয়োজনীয় অর্থের সংস্থানের জন্য সেচমন্ত্রী সুভাষ নস্করের দ্বারস্থ হবেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)