Friday, January 8, 2010

"অভিযোগ জলপাইগুড়িতে"

জলপাইগুড়ি, ৮ জানুয়ায়ীঃ  কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলারদের মর্যাদা না দেবার অভিযোগ উঠেছে। পুরসভার বিরোধী দলনেত্রীর সঙ্গে পুরপ্রধান সাক্ষাত করছেন না। নিয়মিতভাবে পুরসভার মাসিক অধিবেশন হচ্ছে না। বিরোধী কাউন্সিলাররা যে সমস্ত যে সমস্ত ওয়ার্ডের প্রতিনিধিত্ব করছেন সেই ওয়ার্ডগুলিতে উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে। ওয়ার্ডের আয়তন এবং জনসংখার নিরিখে উন্নয়নখাতে অর্থ বরাদ্দের কথা বারেবারে বলা হলেও পুরপ্রধান তাতে কর্ণপাত করেনি। শিশুশিক্ষাকেন্দ্রের সহায়করা আট মাস ধরে সান্মানিক পাচ্ছেন না বলে জানা গেছে। উন্নয়নের রুপরেখা ঠিক করার ক্ষেত্রে বিপিএল এর তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথচ সেই বিপিএল তালিকা ভুলে ভরা। এই বিপিএল তালিকা সংসধোনের ক্ষত্রে পুরকর্তৃপক্ষের তৎপরতার অভাব পরিলক্ষিত হচ্ছে।

জলপাইগুড়ি পুরসভার বিরোধী দলনেত্রী এই অভিযোগ গুলি করেছেন, অপরদিকে অভিযোগ প্রসঙ্গে জলপাইগুড়ি পুরপ্রধান এইসব অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন বলে জানিয়েছেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)