Friday, September 16, 2011

নাশনাল হাইওয়ে অথরিটির বহু দিন পর ঘুম ভাঙল

  জলপাইগুড়ি, ১৬ সেপ্টেম্বর : নাশনাল হাইওয়ে অথরিটির বুহু দিন পর  ঘুম ভাঙল. আগামী ২২ সেপ্টেম্বর  উত্তরবঙ্গের বেহাল তিস্তা সড়কসেতু এবং জলঢাকা সেতুর কাজে হাত দিছে তারা. বৃহস্পতিবার সকালে তিস্তা সড়ক সেতুতে বাপক যানজট  সুরু হলো অনেকে  আটকে পরেন স্কুল - কলেজের পড়ুয়া, রোগীরা. এক  প্রসুতি মহিলাকে নিয়ে পরিবারের সদস্যদের আতনাদ করতে দেখা গেল . সকাল ১০ টা থেকে দুপুর ২.৩০ টা পযন্ত এক হাজার দুপালার বাস,গাড়ি দাড়িয়ে পড়ে. পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমসিম খেতে হয়. এসব কথা জানাতে  বৃহস্পতিবার  দুপুরে রাজ্য বননিগোমের চেআরমেন তথা বিধায়ক খগেশ্বর রায় এবং  জলপাইগুড়ি জেলা তৃনমূল কংগ্রেস এর মহাসচিব চন্দন ভৌমিক  জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার  এ ক সিংয়ের সঙ্গে দেখা করেন.  বিভাগীয় কমিশনার এদিন  নাশনাল হাইওয়ে ডিভিশনের পদস্ত কর্তা দের  সঙ্গে এবেপারে কথা বলেন.
      এনএইচ এর কর্তারা  জানিযেছে বেহাল রাস্তা সংস্কার  কাজ শুরু করা হবে   ২২ সেপ্টেম্বর. এই সেতু  সংস্কার এর জন্য  নাশনাল হাইওয়ে অথরিটি ১ কোটি ২৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে .

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)