Tuesday, August 2, 2011

শ্রাবণী মেলা জল্পেশ

জলপাইগুড়ি, ২ আগস্টঃ- জলপাইগুড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জনপ্রিয় শিব মন্দির জল্পেশের মন্দির। প্রতি বছর এই মেলায় প্রায় লক্ষ্যাধিক মানুষ এসে শিবের মাথায় জল ঢালে। বহু ভক্ত গেড়ুয়া বসন পড়ে অদূরে তিস্তা নদীতে স্নান করে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে যায়। মন্দিরের চার পাশে মেলা বসে এক মাস ধরে।মন্দির কমিটি থেকে প্রস্তুতি নিচ্ছে কারন মাত্র একটা বাস মেন রাস্তা থেকে ভেতরে ঢোকে তাতে পূর্নার্থীদের ভীষন অসুবিধার মধ্যে পড়তে হয়।যাতায়াতের অসুবিধা দূর করতেই তাদের এই প্রস্তুতি।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)