Tuesday, July 12, 2011

কলেজে ভর্তি নিয়ে পথ অবরোধ

জলুপাইগুড়ি,১২ জুলাইঃ- মেধা তালিকা অনুসারে ছাত্র ছাত্রীদের থেকে কলেজের সংখ্যা কম। পাশ করেও ভর্তির সমস্যা এমন হয়ে দাড়িঁয়েছে যে সাধারন জন জীবনে তার প্রভাব এসে পড়েছে। জলপাইগুড়ির এসি কলেজে ভর্তির সমস্যা নিয়ে উত্তাল জলপাইগুড়ি। ভর্তির দাবিতে অধ্যক্ষকে ঘেড়াও করে রাখা হয়। ছাত্রপরিষদ এবং এস এফ আই সমর্থকদের মধ্যে পাল্টা আন্দোলনে কলেজ সহ জলপাইগুড়ি শহর উত্তাল। এস এফ আই সমর্থক কদমতলা মোড় অবরোধ করে। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ ও মহিলা কলেজে ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারছে না । ছাত্র ছাত্রীদের ভর্তির সমস্যা ক্ষেত্রে মহকুমা শাসককে এক স্মারক লিপি জমা দেওয়া হয়। তিনি উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)