Thursday, July 7, 2011

কলেজে ভর্তি নিয়ে উত্তাল , সংঘর্ষ জলপাইগুড়ি কলেজে।

জলপাইগুড়ি, ৭ জুলাইঃ- কলেজে ভর্তি সমস্যা জলপাইগুড়ি সহ রাজ্যের কম বেশী সব জায়গাতে। প্রতি বছর উচ্চমাধ্যমিক পাশ করার পর ছাত্র ছাত্রীদের মধ্যে ভর্তি নিয়ে অশান্তি দেখা যায়। এবছরও তার ব্যতিক্রম ঘটে নি। ৬ জুলাই কলেজ কর্তৃপক্ষ কলেজ প্রাঙ্গনে ২০১১ সালের মেধা তালিকা ব্ল্যাক বোর্ডে টাঙিয়ে দেন। তালিকায় ৪০০ জনের নাম ছিল। টাঙাঁনোর পর তালিকা টি ছিড়েঁ ফেলে ছাত্র সমাজ। এতেই ক্ষেঁপে ওঠে তৃনমূল এবং ছাত্র পরিষদ । প্রথমে বচসা তারপর লাঠি তারপর হাতাহাতি সব মিলিয়ে এক দক্ষযঙ্গের আকার নেয় জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ। তৃণমূল এবং ছাত্র পরিষদের মধ্যে প্রথমে বচসা তারপর হাতাহাতি তারপর মারপিট। কলেজে তখন তৃতীয় বর্ষের রাষ্ট্রবিঙ্গান পরীক্ষা চলছিল। চিৎকার চেঁচামেচিতে পরীক্ষার্র্থীরা বিব্রত বোধ করেন ফলে প্রফেসাররা প্রিন্সিপাল স্যারকে জানালে প্রিন্সিপ্যাল ছাত্রদের বাইরে বের করে দেন। শিলিগুড়ি জলপাইগুড়ি রোডের ওপর অবস্থিত বলে কিছুক্ষনের জন্য পথ অবরোধ চলে পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)