Saturday, June 25, 2011

হাসপাতালের পরিবেশ দেখে ক্ষুদ্ধ স্বাস্থ্যকর্তা

জলপাইগুড়ি, ২৫ জুনঃ- জলপাইগুড়ি জেলা হাসপাতালে যত্রতত্র পানের পিক,কফ,থুতুতে ভর্তি। হাসপাতালের ভেতরে ফোনের রিং টোনের ঘন ঘন আওয়াজে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ম অধিকর্তা। তিনি বলেন জলপাইগুড়ি হাসপাতালে আউটডোরে সকাল ৯ টায় চিকিৎসকদের হাজিরা দিতে হবে। তারপর ১০ টা থেকে চিকিৎসকরা হাসপাতালে রোগী দেখবেন। তিনি সাধারন নাগরিকের উদ্দেশ্যে বলেন হাসপাতালে যারা থাকবে তাদের সচেতন হওয়া দরকার যেখানে সেখানে কফ থুতু ফেলা উচিৎ নয় অযথা পরিবেশ নষ্ট করা উচিৎ নয়। স্বাস্থ্য অধিকর্তা আরো বলেন প্রসূতি মায়েদের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতাল থেকেই তাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)