Monday, June 13, 2011

জলপাইগুড়ি ইঙ্গিনিয়ারিং কলেজ

জলপাইগুড়ি, ১৩ জুনঃ- জলপাইগুড়িসহ সমস্ত সরকারি বেসরকারি কলেজগুলোতে মাদক দ্রব্যের উপস্থিতি একটি সাধারন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই জুন মাসে সিভিল ইঙ্গিনিয়ারিংএর চতুর্থ বছরের ছাত্র মনজিৎ রায়ের মৃত্যু রহস্য খুবই উদ্বেগজনক। কিন্তু কিছু ছাত্রদের উচ্ছশৃঙ্গল আচরন চরম পরিনতি এনে দেয়। মাদক আর ছাত্রদের আচরনে বাড়ছে উ্দবেগ।
কৃতী ছাত্র ছাত্রীরা ইঙ্গিনিয়ারিং পড়তে আসে। তারা আমাদের দেশের ভবিষ্যত ইঙ্গিনিয়ার। তাদের এই উচ্ছৃশঙ্গল আচরনের সঙ্গে যুক্ত ছাত্রদের শাস্তি দেওয়াও হয়ে থাকে কিন্তু পরিস্থিতির কোন পরিবর্তন নেই। ছাত্রাবাস পরিচালন কমিটি এবং শৃঙ্গলা কমিটি কলেজের ছাত্রাবাসের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)