Wednesday, June 8, 2011
১৬ জুন থেকে ১৬ সেপ্টেম্বর বন্ধ থাকবে লাটাগুড়ি অভয়ারণ্য
জলপাইগুড়ি, ৮ জুনঃ- জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি অভয়ারণ্যটি ভারতবর্ষের সবকটি অভয়ারন্যের মধ্যে অন্যতম।সবকটি অভায়ারণ্যই বছরের তিনটি মাস বন্ধ থাকে। এবার লাটাগুড়ি অভয়ারন্যটি এর মধ্যে পড়েছে। ১৬ জুন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রথমত বর্ষা তারপর এই সময়টা প্রজননের সময়। ফলে কোন টুরিষ্ট, গাইড কেউই যেতে পারবে না। ব্যাবসায়ীদের তো মাথায় হাত। কিন্তু বন্যপ্রাণী সংরক্ষনে মেনেতো নিতেই হবে। তবে সবারি আশা গরুমারা খোলার পর আবার ভিড় উপচে পড়বে। পর্যটকদের টানার জন্য আশে পাশের নদী, মন্দির, চা বাগান, কমলা লেবুর বাগান ,ঝরনা ইত্যাদি আওত্তায় আনা হচ্ছে।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)