
জলপাইগুড়ি, ৩ জুনঃ- জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের খুব কাছের লোক দেবপ্রসাদ রায়। সাধারনের কাছে মিঠুদা নামেই পরিচিত। ২০১১ সালে আলিপুরদুয়ার থেকে বিধানসভা নির্বাচনে দেবপ্রসাদ রায় বামফ্রন্টের হেভি ওয়েট নেতা ক্ষিতি গোস্বামীকে হারিয়ে জয়ী হন। প্রচুর অভিঙ্গতা সম্পন্ন দেবপ্রসাদ রায় বিধান সভার মন্ত্রীর দৌড়ে কখনই বাড়াবাড়ি করেন নি। গান্ধী পরিবারের খুব কাছের লোক হয়েও তার রাজনৈতিক প্রতিযোগিতায় নিরব থাকা তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে এগিয়ে দিয়েছেন। রাজ্য রাজনীতিতে দেবপ্রসাদ রায়কে রাজ্যের একটি বড় অংশ চাইছে।