Saturday, May 14, 2011

পশ্চিমবঙ্গের লুপ্তপ্রায় মাছ ও তাদের সংরক্ষনের প্রয়োজনীয়তা

লুপ্তপ্রায় মাছের তালিকা

জলপাইগুড়ি,১৪ মেঃ- লুপ্তপ্রায় বলতে আমরা বোঝাব যে সব মাছ প্রাকৃতিক পরিবেশের অভাবে উদ্বেগজনকভবে কমে যাচ্ছে।
নানারকম বৈঙ্গানিক পরীক্ষা নিরীক্ষা এবং সার্ভে করে পাওয়া যাওয়ার ভিত্তিতে বলা যায় সাধারনত দুটি কারনে মাছেদের অবলুপ্তি ঘটে।(১) মানুষের তৈরী করা
(ক) পরিবেশগত জায়গায় রাসায়নিক, ভৌত ও জৈব পরিবর্ (খ) মাছেদের প্রজননক্ষম নির্বিচারে হত্যা করা।

(গ) অতিরিক্ত মাত্রায় মাছ শিকার।

(২) প্রাকৃতিক কারন

(ক) পরিবেশগত জায়গায় রাসায়নিক, ভৌত ও জৈব পরিবর্তন।

(খ) রোগের প্রাদুর্ভাব।

পশ্চিমবঙ্গের মিষ্টি জলের মাছের তালিকায় আছে পাব্দা, ভাচা,সর পুঁটি, চিতল,পাঙ্গাঁস, টাংরা, কই,আড়, ফেসা, বোয়াল, মরুলা, রায়েক।ঠান্ডা জলের মাছের মধ্যে আছে টর পুটি টোরা, টরটর,ল্যাটা,মাগুড়,শিনোনাজল বা সামুদ্রিক মাছের মধ্যে আছে ভেটকি।
লুপ্তপ্রায় মাছেদের জন্য সরকার ইতি মধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে।
(ক) নদীতে মৎস্য সঞ্চার
(খ) প্রাকৃতিক মৎস্য প্রজনন রক্ষনা বেক্ষন।
(খ) লুপ্তপ্রায় মাছেরপ্রনোদিত প্রজনন

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)