
জলপাইগুড়ি, ১০ মেঃ- সোমবার বিকেলে একঘন্টা কালবৈশাখী ঝড়ের দাপটে তছনছ হয়ে যায় সারা জলপাইগুড়ি সহ আসে পাশের বিস্তির্ন এলাকা। সোমবার সকাল থেকেই মেঘ আলোর খেলা চলছিল। হঠাৎ বিকেল থেকে ঘন কালো মেঘ উঠে এসে চারদিক অন্ধকারে ভরে দেয়। ঝোড়ো হাওয়া বইতে থাকে। ১৫, 20 মিনিটের মধ্যেই তা প্রবল ঝড়ের আকার ধারন করে। রাস্তায় বড় বড় গাছ, লাইট পোষ্ট পড়ে যায়। জলপাইগুড়ি হলদিবাড়ী রাস্তায় পর পর ৭ টি ল্যাম্প পোষ্ট ,সুপারী গাছ,নারকেল গাছ উপরে পড়ে। রাস্তার দুধারে জল জমে যায়। কিছু কিছু বাড়ির টিনের চাল উড়ে যায়। ঝড়ের কিছু কিছু সাক্ষীর উদাহরন এই ৭৩ মোড় থেকে মসজিদ পর্যন্ত রাস্তা। দক্ষিন দিকে কাঠের পুল, তরুনদল,পূর্বদিকে ঝাঁ বাড়ির মোড়। সাথে সাথে বিদুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। আজ মঙ্গলবার সকাল থেকে ঝলমলিয়ে রোদ উঠেছে, তবুও কোথাও যেন গতকালের ঝড়ের গম্ভীর পরিবেশ আজও বতর্মান।