Tuesday, May 10, 2011

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি শহর সহ বিস্তির্ন এলাকা

কালবৈশাখী ঝড়ের সাক্ষী



জলপাইগুড়ি, ১০ মেঃ- সোমবার বিকেলে একঘন্টা কালবৈশাখী ঝড়ের দাপটে তছনছ হয়ে যায় সারা জলপাইগুড়ি সহ আসে পাশের বিস্তির্ন এলাকা। সোমবার সকাল থেকেই মেঘ আলোর খেলা চলছিল। হঠাৎ বিকেল থেকে ঘন কালো মেঘ উঠে এসে চারদিক অন্ধকারে ভরে দেয়। ঝোড়ো হাওয়া বইতে থাকে। ১৫, 20 মিনিটের মধ্যেই তা প্রবল ঝড়ের আকার ধারন করে। রাস্তায় বড় বড় গাছ, লাইট পোষ্ট পড়ে যায়। জলপাইগুড়ি হলদিবাড়ী রাস্তায় পর পর ৭ টি ল্যাম্প পোষ্ট ,সুপারী গাছ,নারকেল গাছ উপরে পড়ে। রাস্তার দুধারে জল জমে যায়। কিছু কিছু বাড়ির টিনের চাল উড়ে যায়। ঝড়ের কিছু কিছু সাক্ষীর উদাহরন এই ৭৩ মোড় থেকে মসজিদ পর্যন্ত রাস্তা। দক্ষিন দিকে কাঠের পুল, তরুনদল,পূর্বদিকে ঝাঁ বাড়ির মোড়। সাথে সাথে বিদুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। আজ মঙ্গলবার সকাল থেকে ঝলমলিয়ে রোদ উঠেছে, তবুও কোথাও যেন গতকালের ঝড়ের গম্ভীর পরিবেশ আজও বতর্মান।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)