Tuesday, January 25, 2011

মাতৃসংঘ জনকল্যান আশ্রম

জলপাইগুড়ি, ২৫ জানুয়ারীঃ-জলপাইগুড়ি জনকল্যান আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী সুদীন কুমার মিত্র। তিনি তার সারাটা জীবন মানুষের সেবায় কাটিয়েছিলেন। তার আদর্শ ছিল মানুষের সেবা কর। মানুষের প্রথম অক্ষরটাই যে মা তাই মানুষকে উপেক্ষা করে কখনও মাকে পাওয়া যায় না।
এই আদর্শে অনুপ্রানিত হয়ে তারা জলপাইগুড়ি শহরের প্রতিটি স্কুল থেকে দুইজন করে দুস্থ এবং মেধাবী ছাত্রকে বেছে নিয়ে তাদের পড়াশোনার খরচ, শীতে বেছে নেওয়া ২০ জনকে কম্বল প্রদান, হাসপাতালে প্রসূতি বিভাগে ৭০ জনকে ফল বিতরন ,রক্তদান শিবির বিভিন্ন জনকল্যাকর কর্মসূচী তারা সারা বছর পালন করে থাকে। ১৮ ফেব্রয়ারী গুরুপূর্নিমায় গুরুদেবের জন্মতিথি অনুসারে গরীব দুখীদের বসে ভোগ খাওয়ান হয়।
গতকাল ২৪ জানুয়ারী জলপাইগুড়ি মাতৃসংঘ জনকল্যান আশ্রমে এক জনসভার আয়োজন করেছিলেন তার শিষ্য, শিষ্যা এবং ভক্তবৃন্দ। হেড অফিস কলকাতা থেকেও কেন্দ্রীয় কমিটির লোকজনও এসেছিলেন। তারা তাদের বক্তব্য রাখেন। সভা শেষে প্রত্যেককে বসে প্রসাদ খাওয়ান হয়।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)