জলপাইগুড়ি,২৩ নভেম্বরঃ- হ্যালো, হ্যালো, হ্যালো.....!
কে শোনে কার কথা ! এক সওয়ারি ডেকেই চলেছে কিন্তু তার কোন হেলদোল নেই তার মন রাস্তার দুধারে, রাস্তায় কংক্রিট দিয়ে তৈরী ডিভাইডারের মধ্যে একফালি সরু অংশে যেখানে মাটি রয়েছে হ্যালো বা পাগলের নজর সেই দিকে। কে ডাকল না ডাকল তার ভ্রুক্ষেপ নেই। সওয়ারি অন্য রিক্সা ধরে চলে গেল।
পাগলই বটে, গাছ লাগিয়ে তাকে পিতৃস্নেহে বড় করে তুলতে পারলেই তার পরম আনন্দ,তাতে যদি ফল ফুল হয় তবে তো কথাই নেই। জলপাইগুড়ি শহরে কদমতলা থেকে শান্তিপাড়া রাস্তার দুধারে যত গাছ বড় হচ্ছে সব তার লাগান।
পেশায় রিক্সাচালক। মাথায় ফেট্টিবেধেঁ গাছের ডাল, ধানের শিশ লাগিয়ে রাখেন। রিক্সার সামনেও বিভিন্ন গাছ বেধেঁ রাখেন। যখনই গাছ পান সংগ্রহ করেন কারও বাড়িতে ফাকাঁ জমিতে লাগিয়ে রাখেন। তার যত্ন করেন, মরে গেলে আবার এসে লাগিয়ে দিয়ে যান। নিজের মর্জি মতো রিক্সা চালান। কখনুও হিন্দী গান করেন। শহরের ইন্দিরা কলোনীতে দুভাই মিলে এক দড়মার ঘরে ভাড়া থাকেন। ভাই এক ঠিকাদারের অধীনে কাজ করেন। ভাই এবং প্রতিবেশীদের কথায় পাগল ছাড়া কি সারাদিনে যা উপার্জন হয় তা দিয়ে গাছ কেনেন। বাড়িভাড়াটা পর্যন্ত দেয় না। আবার অনেকে বাবু বলেও ডাকেন।
হ্যালো,পাগল, বাবুর সোজাসাপটা উত্তর বছর ২৫ আগে অসমের গুয়াহাটি থেকে এখানে এসেছি। এখানেই বাবা মা মারা যান। বাবার নাম মন্টু মন্ডল, মার নাম মুখে আনতে নেই তাই বলবো না। পড়াশোনা হয় নি, ভাই একটু আধটু পড়েছে। বিয়ে থার কথা বলতেই উত্তর, ঘর সংসার হয় নি। গাছের এত দাম সামান্য রোজগারে প্রথম সখের পড়ে আর কোন সখ হয় নি। টাকা পয়সা কম।
বি ডি ও অফিস থেকে পূর্তদপ্তরের মোড়, পোষ্ট অফিস থেকে পিলখানা, কদমতলা সর্বত্রই হ্যালোর লাগানো গাছ সযত্নে পিতৃস্নেহে বড় হচ্ছে। পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, ''ওকে ভালই চিনি,ওর মনে যে সবুজ বাচাওঁ আলোড়ন তা নজিরবিহীন দৃষ্টান্ত।''
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)