Monday, November 15, 2010

জনসভা

জলপাইগুড়ি, ১৪ নভেম্বরঃ- জলপাইগুড়ি তথা সারা পশ্চিমবঙ্গে ২, ৩, মাস ধরেই বিদ্যুৎএর বিল নিয়ে ডামাডোল চলেছে। গ্রাহকদের বিদ্যুৎ বিলের মধ্যে একটা বর্ধিত বিল সংযোজন করে মাসিক কিস্তিতে সবার জন্য প্রযোজ্য বলে বিদ্যুৎ দফতর থেকে পাঠায়।
গ্রাহকরা দাবি করেন, বিদ্যুৎ সংযোজনের সময়েই তারা এককালীন টাকা দিয়েছেন, আবার কেন? ফলে , ক্রমে ক্রমে সবার কাছে বিতর্কের ব্যাপার হয়ে দাঁড়ায়। সবাই বিল দেওয়া থেকে বিরত থাকে।
আজ কিছুসেচ্ছাসেবী সংস্থা জলপাইগুড়ির বেগুনটারীতে ইলেকট্রিকাল ডিভিশনাল অফিসের সামনে জনসভা করবেন এবং স্মারকলিপি দেবেন। সেজন্য সমস্ত গ্রাহককে অনুরোধ করছেন তারা যেন এই জনসভায় যোগদান করেন এবং স্মারকলিপি গ্রহণ করেন। সকাল ১১টা থেকে জনসভা শুরু।
পর্যালোচনা করে দেখা গেছে, রাজ্য সরকার কোটি টাকার বেশী লোনে জর্জরিত, এই টাকা গ্রাহকদের থেকে নিয়ে ভরার চেষ্টা করছেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)