Friday, October 8, 2010

মূর্তি গড়ার কাজে ব্যস্ত ভাবী ইঙ্গিনিয়ার

জলপাইগুড়ি, ৮ অক্টোবরঃ- নিজেই মূর্তি গড়ে পূজো করেন ভাবী ইঞ্জিনিয়র জয়দীপ নন্দী।
ছোটবেলা থেকেই মাটির সঙ্গে খেলা করতে করতে একদিন সে বানিয়ে ফেলল মা দূর্গার মূর্তি। মাত্র ক্লাস সিক্সে পড়ার সময়ে এই প্রতিমা গড়ে নিজে হাতে বেলপাতা, ফুল দিয়ে পুজো করে আসছেন। পূজোর পরে বিসর্জন না দিয়ে তিনি প্রতিমাটি সংরক্ষণ করে রাখেন। জয়দীপ বলেন শিলিগুড়ির এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সে তার নেশা মাটি দিয়ে প্রতিমা তৈরি করা।
মাত্র সাতদিনে সে বানিয়েছে কাগজের মন্ডপের উপর মাটি দিয়ে দূর্গামূর্তি। পরবর্তীতে প্লাস্টার অব প্যারিস ব্যবহার করবেন। তার এই মেধা এবং সাফল্যর পেছনে ঈশ্বরকেই তিনি ধন্যবাদ জানান।
জলপাইগুড়ির নিউটাউন পাড়ার এই মেধাবী ছাত্র জয়দীপ নন্দী। বাবা অমৃতচন্দ্র নন্দী শিলিগুড়ির বিদ্যাসাগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন পূজোর সময় পাড়া প্রতিবেশী বহু মানুষ তার ছেলের পূজো-পাঠ দেখতে তার বাড়িতে আসেন, তাদের উপস্থিতি অমৃতবাবুদের আনন্দ দেয়। প্রতিবেশীরা জানান জয়দীপ তাদের গর্ব এবং সাফল্য।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)