Friday, April 2, 2010

‘বায়োমেট্রিক’ আদমশুমারি শুরু

ভারত সরকার গতকাল বৃহস্পতিবার থেকে ১৫তম আদমশুমারি শুরু করেছে। তবে বৈশিষ্ট্যগত দিক থেকে এবারের আদমশুমারিটি কিছুটা ভিন্ন। এটাই দেশের প্রথম ‘বায়োমেট্রিক’ আদমশুমারি। এবারের শুমারিতে ১৫ বছরের বেশি বয়সের সব নাগরিকের ছবি ও আঙুলের ছাপ সংগ্রহ করা হবে এবং এর মাধ্যমে তৈরি করা হবে জাতীয় বায়োমেট্রিক তথ্যভান্ডার। আর এ তথ্য ব্যবহার করে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এ তথ্য সংগ্রহ কর্মসূচিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটিতে এই শুমারির জন্য ২৫ লাখ কর্মীকে নিয়োজিত করা হয়েছে। আগামী ১১ মাস ধরে দেশের সাত হাজারের বেশি শহর ও ছয় লাখ গ্রাম ঘুরে বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও ধর্মের নাগরিকদের তথ্য সংগ্রহ করবে এই কর্মী বাহিনী। পুরো প্রক্রিয়ায় এক কোটি ১৬ লাখ টনের বেশি কাগজ ব্যবহার করা হবে এবং এতে খরচ হবে ছয় হাজার কোটি টাকা।
গতকাল প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের কার্যালয়ে গিয়ে শুমারি কর্মকর্তারা এ কার্যক্রমের উদ্বোধন করেন। শুমারির প্রথম পর্যায়ের নাম দেওয়া হয়েছে ‘হাউস লিস্টিং’ (বাড়ি তালিকাভুক্তকরণ)। এখানে বাড়ি নির্মাণে কী ব্যবহার করা হয়েছে, পানি ও বিদ্যুত্ সুবিধা ইত্যাদি তথ্য সংগ্রহ করা হবে। মানুষ গণনা করা হবে আগামী বছরের ৯ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই বছরের মাঝামাঝিতে আদমশুমারির তথ্য প্রকাশ করা হবে।
আদমশুমারি কমিশনার সি চন্দ্রমৌলি বলেন, ‘২৫ লাখ কর্মী বাহিনী ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না সেটাই এই শুমারির একটি বড় চ্যালেঞ্জ। শুরু থেকেই ঠিকভাবে কাজ করতে হবে। পুনর্গণনার কোনো সুযোগ নেই।’ তিনি জানান, তথ্য সংগ্রহের পর নাগরিকদের ১৬ অঙ্কের একটি পরিচিতি (আইডি) নম্বর দেওয়া হবে। ২০০১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী ভারতের লোকসংখ্যা ছিল ১০২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৪৩৬ জন। সরকারি হিসাবে ২০০৯ সাল পর্যন্ত এ সংখ্যা আরও ১৩ কোটি বেড়েছে। উল্লেখ্য, ১৮৭২ সাল থেকে ভারতে আদমশুমারি করা হচ্ছে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)