Wednesday, August 18, 2010
"প্রচিন মনসা পূজো ঘিরে মানুষের ঢল"
জলপাইগুড়ি ১৮ আগষ্টঃ- জলপাইগুড়ি রাজবাড়ি এলাকায় শতাব্দী প্রাচিন মনসা পূজাকে ঘিরে পূন্যার্থীদের ব্যাপক ভীড় চোখে পড়ে। বিষহরির গান শোনার জন্য সন্ধ্যার সময় মন্দির চত্বরে পূণ্যার্থীদের ভির উপচে পড়ে। মা মনসা দেবীকে উৎসর্গ করেই দুপুরে পাঁঠা, পায়রা, হাঁস, বাতাবি, চালকুমড়া বলি দেওয়া হয়েছে। এই পূজাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের ছয়টি জেলার মানুষ এসেছেন জলপাইগুড়িতে। মন্দিরে দেবী মনসার মুর্তির পাশাপাশি রয়েছে দেবির দিদি নেতার মূর্তি। বেহুলা, লক্ষীন্দর, গদাং, গদানী এবং জরদ কারুমুনির পত্নির মুর্তি রয়েছে। জলপাইগুড়ি রাজ পরিবারের সদস্য প্রণত বসু জানালেন, প্রথমে রাজ পরিবারের নাগেশ্বরী দেবীর পুজো হিসাবে মনসা পরিচিতি লাভ করেছিল। পরবর্তীতে মনসা পুজো হিসাবে খ্যাতি লাভ করেছে। দেবির মুর্তির সামনে রাখা হয় হাঁসের ডিম, কলা, দূর্বা প্রদীপ এবং পাখা। দেবির জাগরন বিষহরি গানের মাধ্যমে সম্ভব- এই বিশ্বাস মাথায় রেখে সন্ধ্যায় আরতির পর বিষহরি গান হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই গান চলে। আর এই গান শোনার জন্য মন্দির এলাকায় বিকেল থেকেই মানুষ ভিড় পড়ে যায়।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)