Tuesday, July 27, 2010

"আলোচনা 'অরণ্য সপ্তাহে' "

জলপাইগুড়ি, ২৭শে জুলাইঃ করলা দূষন সমস্যা কার্যকারী পদক্ষেপ বাস্তবায়নের দাবিতে স্ট্রেট গভঃমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন মানব মেল বন্ধন কর্মসূচীর কথা ঘষনা করলেন। সংগঠনের পক্ষ থেকে অরন্য সপ্তাহ উপলক্ষে শনিবার বিভিন্ন আনুষ্ঠান হয়েছে। রাতে সুভাস সংগ্রহ শালায় বৃক্ষ রপন এবং দুষনের বিরুদ্ধে এক আলচনা  সভা অনুষ্ঠিত হয়। এই  আলচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক দেব প্রসাদ রায়, সঞ্জীব চ্যাটার্জি, উমেশ শর্মা, প্রমুখেরা। জেলা হাসপাতালের সন্মুখে বৃক্ষ রপন করা হয়। একটি ফুটবল ম্যাচও প্রদর্শিত হয় ।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)