Monday, July 26, 2010

"ঐতিহ্যবাহী গাছ বাচানোর চেষ্টা"

জলপাইগুড়ি, ২৬শে জুলাইঃ   গোশালা মোড়ে অবস্থিত দেবী চৌধুরানী মন্দির সংলগ্ন এলাকায় শতাব্দী প্রাচীন একতি রুদ্রাক্ষ গাছ গত ২৫ জুন ঝড়ে উপড়ে পরে। শতাব্দী প্রাচীন গাছটিকে বাঁচাবার চেষ্টা চলছে। গাছটির শেকড় ৯৮ শতাংশ মাটির উপরে বেড়িয়ে পরেছে। মন্দির কমিটির সম্পাদক দেবাশিষ সরকার জানিয়েছেন বন দপ্তর থেকে পরামর্শ নিয়েছেন গাছটি বাঁচাবার জন্য। পরামর্শ আনুসারে গাছটির গোড়ায় মাটি দেওয়া হয়েছে কিন্তু বৃষ্টির জলে সেই মাটি ধুয়ে গেছে। গাছটির গোড়ায় আবার মাটি দেওয়ার জন্য স্থানীয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলা হয়েছে। প্রাচীন এই গাছটি সংরক্ষন করা প্রয়োজন। জলপাইগুড়ি বন বিভাগের ডি,এফ,ও, কল্যান দাস বলেন বিশাল রুদ্রাক্ষ গাছটিকে সোজা করে বাঁচানোর কোন রাস্তা নেই। গাছটির একটি ভাগ কেটে গোড়াতে মাটি দিয়ে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে, তবে সফল হওয়া যাবে কিনা তা বলা সম্ভব নয়।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)