Wednesday, July 14, 2010

"সর্বশিক্ষা কর্মীদের স্থায়ীকরনে আন্দোলন জলপাইগুড়িতে"

জলপাইগুড়ি, ১৪ই জুলাইঃ সর্বশিক্ষা মিশনের সঙ্গে যুক্ত শিক্ষাকর্মীরা একটি গুরুত্ব পূর্ণ ভুমিকা গ্রহন করে চলেছে বর্তমানে। ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করতে সর্বশিক্ষা মিশনের শিক্ষা কর্মীদের অবদান অনেক খানি। কিন্তু আজও এই শিক্ষা কর্মীরা অর্থিক দিক দিয়ে স্বনির্ভর নয়। সর্বশিক্ষা মিশনের শিক্ষা কর্মীদের চাকরি স্থায়ী করার দাবি চলছে। পশ্চিমবঙ্গে সর্বশিক্ষা মিশনের এমপ্লয়িজ অ্যাসোশিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটি আন্দোলনে নেমেছেন। সরকারের গুরুত্বপূর্ণ কাজ এই সর্বশিক্ষা মিশনের শিক্ষা কর্মীরা দায়িত্ব সহকারে পালন করেছে। অথচ এই কর্মীদের এখন তীব্র অর্থিক সংকটের মধ্য দিয়ে চলতে হচ্ছে। রাজ্য সরকার ঘোষনা করেছেন ৩৫ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে সর্বশিক্ষা মিশনের কর্মীদের এবং তারা চান সরকারের ঘোষিত বক্তব্য খুব শীঘ্রই বাস্তবায়ন করা হোক। সর্বশিক্ষা মিশনের কর্মীদের অবসরকালিন ভাতা হিসাবে ১ লক্ষ টাকা ঘোষনা করা হয়েছে কিন্তু ভাতার টাকা বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমানের বাজেটের ওপর নির্ভর করে এই ভাতা ১০ লক্ষ টাকা করা প্রয়োজন। এছাড়া আরো অনেক ক্ষেএে গুরুত্ব পূর্ণ পদক্ষেপ গ্রহন করেছেন রাজ্য সরকার। 

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)