Wednesday, July 7, 2010

"তিস্তার জলে প্লাবিত সুকান্তনগর কলোনি"

জলপাইগুড়ি, ৭ই  জুলাইঃ   প্রতিবার তিস্তা যেন নবরুপ ধারন করে, ফুলে ফেপে ওঠে গর্জন করতে করতে এই বর্ষার মরশুমে। জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্তনগর কলোনিতে প্লাবন হওয়াটা একটা সুপরিচিত চিত্র। এবছরও সেই তিস্তার জলে প্লাবিত সুকান্তনগর এলাকা। আর প্রতি বছর সেই একই রুপে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ঐ এলাকার মানুষদের।
গতবছর এবং বর্ষা শুরুর আগে এই এলাকাতে তিস্তার পাড় বাঁধানো হলেও বন্যার প্রকোপ থেকে রক্ষা পেলনা সুকান্তনগর কলোনি। এই এলাকার একজল প্রবীন বাসীন্দা জানিয়েছেন যে, তাদের প্রতিবছর এই বন্যার কবলে পড়তে হয়। বর্ষার মরশুম প্রতিবছর তাদের আতঙ্কিত করে তোলে। এই সময় এই এলাকার বাসীন্দারদের প্রায় না খেয়েই থাকতে হয়। এই ব্যাপারে বন্যা কর্তৃপক্ষ কি কোন পদক্ষেপ গ্রহন করবে না এটাই তাদের এখন চিন্তার বিষয়।

প্লাবিত সুকান্তনগর কলোনি

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)