Wednesday, May 12, 2010

"রবীন্দ্র ভারতী সম্মান পেলেন জলপাইগুড়ির ডঃ বিমলেন্দু মজুমদার"

জলপাইগুড়ি, ১২ মেঃ   ডঃ বিমলেন্দু মজুমদার এমন একজন গবেষক যার গবেষনা ক্ষেএ বিস্তীর্ন অঞ্চল জুড়ে। তিনি উওরবঙ্গ, অসম, মেঘালয়ের পাশাপাশি ভুটানের উপজাতিদের সংস্কৃতি এবং জনজীবন সর্ম্পকে অনেক গবেষনা করে তথ্য সংরক্ষন করেছেন। লোক সংস্কৃতির ক্ষেএে অনবদ্য কাজ করার জন্য 'রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়' থেকে আচার্য দীনেশচন্দ্র সেন স্মারক সম্মান দেওয়া হয়েছে তাকে। লোক সংস্কৃতির ক্ষেএে তিনিই প্রথম এই পুরস্কার পেলেন। তিনি জলপাইগুড়ি জেলার ৪০টি উপজাতি জনগোষ্ঠির সংস্কৃতির উপরে গবেষনা করেন। ডঃ বিমলেন্দু বাবুর রচিত দুটি বই 'রাভা' ও 'টোটোর জাতিদের' উপর লেখা যা তৃতীয় ও সপ্তম শ্রেনীর পাঠ্যসূচিতে সংযুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলা  অ্যাকাডেমি থেকে গত ডিসেম্বর মাসে বিমলেন্দু বাবুকে লোক সংস্কৃতির ওপর অনবদ্য কাজ  করার জন্য পুরস্কৃত  করাহয়। তিনি বহু বছর ধরে সাংবাদিকতা করেছেন। ৭০ বছর বয়স হলেও পরিবেশের আন্দোলনের সঙ্গে নিজেকে আজও যুক্ত রেখেছেন বিমলেন্দু বাবু।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)