Monday, May 10, 2010

"ফ্লোরেন্স পুরস্কার পাচ্ছেন জলপাইগুড়ির গৌরী লামা"

জলপাইগুড়ি, ১০ মেঃ   স্বাস্থ্য সেবিকার কাজের দক্ষতার জন্য জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার গৌরী লামা ন্যাশনাল ফ্লোরেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন এবারে। ১৯৯৫ সালের ১০ই মে তিনি মালদায় স্বাস্থ্য সেবিকার কাজে প্রথম যোগ দিয়েছিলেন। মালদার প্রত্যন্ত গ্রামাঞ্চলে  কঠোর পরিশ্রম করে স্বাস্থ্য সচেতনার কাজে দক্ষতা প্রদর্শন করে সরকারি আধিকারীকদের প্রশংসা অর্জন করেন তিনি। এরপর নিজের জেলা জলপাইগুড়িতে এসেও তার কাজের ক্ষেত্রেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। পুরস্কার প্রাপ্তির খবর জানা মাত্রই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে খুশির আবহাওয়া। তাদের কাছে এটা অত্যন্ত গৌরবের কথা বলে মত প্রকাশ করেছেন।
আজ গৌরী লামার চাকরী জীবনের ১৫ বছর পূর্তি হল। এবং আজই তিনি দিল্লির বিজ্ঞান ভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বিজ্ঞান ভবনে তিনি উপরাষ্ট্রপতি হামিদ আনসারির হাত থেকে ন্যাশনাল ফ্লোরেন্স অ্যাওয়ার্ড তুলে নেবেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)