Saturday, May 8, 2010

"পুকুর সংস্কারের দাবি জানিয়ে ব্যর্থ এলাকাবাসী"

জলপাইগুড়ি, ৮ মেঃ   জলপাইগুড়ি ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত পানপাড়া সংলগ্ন মেহেরুন্নেসা হাই স্কুলের পেছন দিকে একটি পুকুর আছে যার দীর্ঘদিন ধরে কোন সংস্কার এবং পরিচর্চা হয়নি। বহু পুরনো এই পুকুরটিতে জল নেই বললেই চলে, তার বদলে আছে আবর্জনা এবং জঙ্গল। এরকম অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন হওয়াতে সাপ পোকামাকড়ের ভয় যেমন আছে তেমনি মশার উপদ্রব ও দুর্গন্ধে অতিষ্ট ঐ এলাকার বাসীন্দারা। একসময় এই পুকুরটিই নাকি পানপাড়া এলাকার ঐতিহ্য ছিল। কিন্তু  দীর্ঘদিন ধরে পরিচর্চার অভাবে বর্তমানে এই পুকুরটি আবর্জনার স্তুপ আর  জঙ্গলে পরিনত হয়েছে।
সাত বছর আগে বিপুল সিন্‌হা ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার থাকাকালীন এই পুকুরের একবার সংস্কার করা হয়েছিল। তারপর আর কোনরকম উদ্যোগ নেয়নি কেও। বর্তমান কাউন্সিলার তপন ব্যানার্জিকে পুকুর সংস্কারের কথা জানালে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি এই ব্যাপারে কোন উদ্যোগ গ্রহন করতে পারবেন না। পুকুরের পার্শ্ববর্তী বাসীন্দারা এই ব্যাপারে পুকুর সংলগ্ন স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ মহাশয়কে জানালে তিনি জানান যে, পুকুর সংস্কারের জন্য পৌরসভা বা বর্তমান কাউন্সিলার কারও কাছ থেকে কোন লিখিত নির্দেশ পাননি তাই তার পক্ষেও কোনরকম পদক্ষেপ গ্রহন করা সম্ভব হবে না।
পানপাড়ার এই পুকুরটিকে নিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসী

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)