Saturday, May 22, 2010
"নার্বাড ২৫ কোটি দেবে বন্যা নিয়ন্ত্রনকে"
জলপাইগুড়ি, ২২ মেঃ- উওরবঙ্গ বন্যা নিয়ন্ত্রন কমিশনকে ২৫ কোটি টাকা মঞ্জুর করবার প্রতিশ্রুতি দিয়েছে নাবার্ড। জলপাইগুড়ি ও শিলিগুড়ির সেচ ডিভিশনের ভাঙন রোধের জন্য। উওরবঙ্গ বন্যা নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান অজয় বসাক জানান দিল্লিতে বৃহস্পতিবার ব্রক্ষপুএ বোর্ডের বৈঠকে ব্রক্ষপুএ বন্যা নিয়ন্ত্রনের জন্য ১০ কোটি মঞ্জুর করেছেন। জলপাইগুড়ি, কোচবিহার, এবং আলিপুরদুয়ার এর সেচ ডিভিশনে ব্রক্ষপুএ বোর্ড পাঁচটি প্রকল্পের কাজ করেছেন। অজয় বাবু জানান নাবার্ড থেকে ২৫ কোটি টাকা পাওয়া যাবে, শিলিগুড়ি সেচ ডিভিশনে মহানন্দা এবং বালাসন নদী নিয়ন্ত্রনের জন্য ৫ কোটি, জলপাইগুড়ির জন্য ২০ কোটি টাকা ব্যয় করা হবে। বর্ষার পর বন্যা নিয়ন্ত্রনের কাজ করা হবে। উওরবঙ্গ বন্যা নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান বলেন, রংধামালি এলাকায় তিস্তা নদীর গতি পরিবর্তন হয়েছে। রংধামালি এলাকায় নদী ভাঙন এবং বাঁধ নির্মানের কাজ হবে।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)