জলপাইগুড়ি, ২০ মেঃ গত ১লা মে জলপাইগুড়ির কোন একটি বানিজ্যিক ভবনে এক জনসভার আয়োজন করেন দিনবাজার ব্যবসায়ী সম্প্রদায়। ঐ সভায় উপস্থিত হয় ১২১ জন মারোয়ারী ব্যবসায়ী। এই সমাবেশের উদ্যোগতা ছিলেন শহরের একজন নামি ঠিকাদার, একজন স্বর্ন ব্যবসায়ী এবং একজন বিস্কুট ব্যবসায়ী। এরা সকলেই ছিলেন অবাঙালি। কেন এই জনসভা তা অনেকেই জানত না। অনেকে ভেবেছিলেন কোন সংগঠনমূলক কাজের প্রস্তাব এই সভার মূল বিষয় হতে পারে। কিন্তু এমন একটি প্রস্তাব সমাবেশে তুলে ধরা হয় যা অনেককেই স্তম্ভিত করে দিয়েছিল।
আয়োজকরা সভাতে উপস্থিত ব্যবসায়ীদের সম্মুখে শহরে মারোয়ারীদের আধিপত্ত ফিরিয়ে আনার প্রস্তাব দেন। এর জন্য টাকা খরচ করে লোভী বিহারি, ও বাঙালি দের কব্জায় আনতে হবে বলেও তারা প্রস্তাব রাখেন। তার ফলে বিশেষ একটি রাজনৈতিক দলের প্রার্থীদের জেতানো যাবে এবং তাতে শহরের মারোয়ারী ব্যবসায়ীদের ক্ষমতা বাড়বে আর সেটাই হবে জলপাইগুড়ি শহরে মারোয়ারী রাজ্যের প্রথম ধাপ।
টাকা দিয়ে লোভী বিহারী ও বাঙালিদের কিনে নেওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি শিলিগুড়ি থেকে 'ভাড়া করা মাসলম্যান' নিয়ে আসবেন এবং ভোটের কয়েকদিন আগেই এদের কর্মকান্ড চলবে বলে তারা বলেছেন। গরীব বিহারি ও বাঙালিদের টাকা দিয়ে কেনার প্রস্তাবে রাজি না হলে প্রয়জনে তারা বল প্রয়োগ করতেও পিছপা হবে না বলে জানিয়েছেন।
এই প্রস্তাব শুনেই সভার বেশিরভাগ মারোয়ারী ব্যবসায়ীগন সভা ছেড়ে চলে যায়। কারা এই সভা ডেকেছে তাদের নাম এখনো জানা জায়নি। শুবুদ্ধি সম্পন্ন কিছু মারোয়ারী জনগন ৫ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সন্দীপ মাহাতোকে একথা জানালে তিনি উপযুক্ত ব্যাবস্থাও নিতে শুরু করেছেন। উক্ত ঘটনার জন্য মারোয়ারী ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন কারন তারা নিজেদের এই শহরের স্থায়ী বাসীন্দা বলে মনে করেন। এইরকম হিংসাত্বক ঘটনা জলপাইগুড়ির ইতিহাসকে কালিমা লিপ্ত করছে।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)