Tuesday, May 18, 2010
"বর্ষার আগেই রাস্তা সংস্কারের দাবি সানুপাড়ায়"
জলপাইগুড়ি, ১৮ মেঃ জলপাইগুড়ি শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সানুপাড়া। সানুপাড়ার একটিমাত্র রাস্তা, তাও বেহাল অবস্থা। এদিকে বর্ষা আসছে। বহুদিন ধরে আবেদন নিবেদন করার পরও শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি ঐ এলাকার বাসীন্দারা। বর্ষার আগেই যদি রাস্তাটির কোন সংস্কার করা না হয় তাহলে বর্ষার সময় বিপাকে পড়বেন ঐ এলাকার প্রায় দশ হাজার মানুষ। সানুপাড়ার এই রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। প্রায়দিনই কোন না কোন দুর্ঘটনা ঘটছে। এলাকায় কেও অসুস্থ হলে অ্যাম্বুলেন্স যেতে চায় না, রোগীদের দ্রুত চিকিৎসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই রাস্তা দিয়েই কেরানীপাড়া, ঝাকুয়াপাড়া, কাদোবাড়ি, মন্ডলঘাট, হলদিবাড়ির সঙ্গে যোগাযোগ রক্ষিত হয়। রাস্তার এই বেহাল অবস্থার জন্য নানা সমস্যা নিয়ে দিন কাটাচ্ছে সানুপাড়ার বাসীন্দারা। তাদের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, বর্ষার আগে রাস্তার সংস্কার করা হোক।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)