জলপাইগুড়ি, ১৯ এপ্রিলঃ সমাজ পাড়া মোড় এলাকাতে গত সন্ধ্যায়, মদের ঘোরে এক উকিল প্রথমে একজন যুবককে প্রহার করে। স্থানীয় ব্যাবসায়ীরা ঠেকাতে গেলে বসচা বাধে। জনপ্রিয় ব্যাবসায়ী রাজু সাহা, আর বাচ্চু রায়ের গায়ে হাততোলেন স্থানীয় বাপ্পা ঘোষ নামে উকিল। প্রতিবাদী ব্যাবসায়ীদের সামনে পুলিশের নগ্ন রুপ তুলে ধরে বলেন, পুলিশ আমার কেনা। পুলিশের ভূমিকা সম্পর্কে সমাজের সমস্ত স্তরের মানুশের একটা ঘৃনার ভাব প্রতিদিন প্রত্যক্ষ করা যায়। তাদের সাথে যুক্ত হয়েছে উকিলদের চুড়ান্ত ক্ষমতা দেখানোর চেষ্টা।
আজ সকালে শান্তিপুর্ন পথ অবরোধে নামেন ব্যাবসায়ী সংগঠন। কিছু উঠতি উকিলেরা মিলে গায়ের জোড়ে অবরোধ হাঠানোর চেষ্টা করলে, সংঘর্ষের সূচনা হয়। সকলকে অবাক করে পুলিশ গ্রেফতার করে পাঁচ জন স্থানীয় ব্যাবসায়ীকে। পুলিশ আর উকিলের অশুভ আতাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে ব্যাবসায়ী সংগঠনের তরফ থেকে নিরপরাধ পাঁচ জনের মুক্তির দাবীতে সমাজ পাড়া মাঠে একটি মিটিং এর আয়জন করেছেন ব্যাবসায়ীরা।
এখানে বলার প্রয়োজন যে- স্থানীয় রাজনৈতিক নেতাদের কোনোরকম সহযোগীতাই পায়নি ব্যাবসায়ীরা। প্রথমদিকে তাদের উপস্থিতি দেখা গেলেও, পরবর্তিতে তার উকিলের ওকালতিতে ব্যাস্ত হয়ে পরেন বলে ব্যাবসায়ীরা মনে করছেন। সামনে পৌরসভার ভোটের দিকে তাকিয়ে এই অস্থিরতার একটা সমাধান জরুরি। সাধারন জলপাইগুড়ির সকলের মনে উকিল পুলিশ আর নেতাদের সম্পর্কে ভীতির ভাব উন্নয়নের বাধার সৃষ্টি করবে।
আজ সকালে শান্তিপুর্ন পথ অবরোধে নামেন ব্যাবসায়ী সংগঠন। কিছু উঠতি উকিলেরা মিলে গায়ের জোড়ে অবরোধ হাঠানোর চেষ্টা করলে, সংঘর্ষের সূচনা হয়। সকলকে অবাক করে পুলিশ গ্রেফতার করে পাঁচ জন স্থানীয় ব্যাবসায়ীকে। পুলিশ আর উকিলের অশুভ আতাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে ব্যাবসায়ী সংগঠনের তরফ থেকে নিরপরাধ পাঁচ জনের মুক্তির দাবীতে সমাজ পাড়া মাঠে একটি মিটিং এর আয়জন করেছেন ব্যাবসায়ীরা।
এখানে বলার প্রয়োজন যে- স্থানীয় রাজনৈতিক নেতাদের কোনোরকম সহযোগীতাই পায়নি ব্যাবসায়ীরা। প্রথমদিকে তাদের উপস্থিতি দেখা গেলেও, পরবর্তিতে তার উকিলের ওকালতিতে ব্যাস্ত হয়ে পরেন বলে ব্যাবসায়ীরা মনে করছেন। সামনে পৌরসভার ভোটের দিকে তাকিয়ে এই অস্থিরতার একটা সমাধান জরুরি। সাধারন জলপাইগুড়ির সকলের মনে উকিল পুলিশ আর নেতাদের সম্পর্কে ভীতির ভাব উন্নয়নের বাধার সৃষ্টি করবে।