এখানকার সমস্ত ছাত্রছাত্রী দরিদ্র পরিবারের এবং ডোম ও নিষিদ্ধ পল্লী থেকে আসা। তাদের অভিভাবকরা ছেলেমেয়ে দের স্কুলে পাঠালেও সেই স্কুলের এরকম শোচনীয় অবস্থা। পরিকাঠামো উন্নতির জন্য স্কুল ফান্ডে টাকা আসলেও স্কুলের তরফ থেকে কোন কাজ না করার জন্য টাকা ফেরৎ চাইছে সাহাজ্যকারী সংস্থা।
বাজারের পাশে স্কুলের অবস্থান হওয়ায় ছাত্রছাত্রীদের পড়াশুনার ক্ষতি হচ্ছে বলে স্কুল দাবি করছে, অন্যদিকে স্কুলের তরফ থেকে কোন উন্নতির ব্যাবস্থা না নেওয়ার জন্য নারাজ স্থানীয় মানুষরাও। তবে কিছু সংখ্যক লোক স্কুলের উন্নতির জন্য সমবেদনা জানালেও স্থানীয় কাউন্সিলরের স্কুল উন্নতির পরিকাঠামো নিয়ে কিছু করার নেই বলে জানিয়েছেন।
কমলা নেহেরু বিদ্যালয়