Saturday, April 17, 2010

"বেহাল অবস্থা কমলা নেহেরু প্রাথমিক বিদ্যালয়ের"

জলপাইগুড়ি, ১৭ এপ্রিলঃ   দিনবাজার করলা নদীর ধারে স্ববজি বাজারের পাশে কমলা নেহেরু প্রাথমিক বিদ্যালয়। পাঁচ কাঠা জমির উপরে স্কুলের নিজস্ব অবস্থান। দু কাঠা জমির উপর স্কুলের ক্লাসরুম এবং স্কুলের অফিস। বাকি অংশ পৌরসভার দখলে। শৌচাগারের ব্যাবস্থা থাকলেও তা অস্বাস্থকর। ছাত্রছাত্রীদের ক্লাসে বসার জন্য কোন বেঞ্চ টেবিল কিছু নেই এবং মিড ডে মিলেরও কোন ব্যাবস্থা নেই। ছাত্রছাত্রী সংখ্যা মোট ১৭৫ জন কিন্তু স্কুলে নিয়মিতভাবে উপস্থিত থাকে মাত্র ৩০ থেকে ৩৫ জনের মত।
এখানকার সমস্ত ছাত্রছাত্রী দরিদ্র পরিবারের এবং ডোম ও নিষিদ্ধ পল্লী থেকে আসা। তাদের অভিভাবকরা ছেলেমেয়ে দের স্কুলে পাঠালেও সেই স্কুলের এরকম শোচনীয় অবস্থা। পরিকাঠামো উন্নতির জন্য স্কুল ফান্ডে টাকা আসলেও স্কুলের তরফ থেকে কোন কাজ না করার জন্য টাকা ফেরৎ চাইছে সাহাজ্যকারী সংস্থা।
বাজারের পাশে স্কুলের অবস্থান হওয়ায় ছাত্রছাত্রীদের পড়াশুনার ক্ষতি হচ্ছে বলে স্কুল দাবি করছে, অন্যদিকে স্কুলের তরফ থেকে কোন উন্নতির ব্যাবস্থা না নেওয়ার জন্য নারাজ স্থানীয় মানুষরাও। তবে কিছু সংখ্যক লোক স্কুলের উন্নতির জন্য সমবেদনা জানালেও স্থানীয় কাউন্সিলরের স্কুল উন্নতির পরিকাঠামো নিয়ে কিছু করার নেই বলে জানিয়েছেন।
কমলা নেহেরু বিদ্যালয়

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)