Thursday, March 18, 2010
"বিনা অনুমোতিতে আমন্ত্রনে আসায় নারাজ কংগ্রেস সভাপতি"
জলপাইগুড়ি, ১৮ মার্চঃ গতকাল কংগ্রেস সভাপতি শ্রী তাপস গুহ ১২ নং ওয়ার্ড উদবোধন করেছেন। উক্ত অনুষ্ঠানে কোন বহিরাগতদের আসা পছন্দ করছেন না কারন কংগ্রেস চালিত শহরে পৌরপতি এবং উপপৌরপতি আসন অক্ষত থাকায় কিছুটা সুবিধা থাকলেও জেলা যুব কংগ্রেস সভাপতি সৈকত চ্যাটার্জি, এবং পৌরপতি পরিষদের সদস্য সন্দীপ মাহাত ও কাউন্সিলার অনিতা মৌলিকের বিকল্প ওয়ার্ডের ব্যাবস্থা না থাকায়। বোঝাবুঝির পর যদি তৃণমূল কংগ্রেস জোট হয় তাহলে ৮ টি আসন তৃণমূলকে ছাড়তে হবে। এর ফলে পরিস্থিতি আরও কঠিন হবে বলে মনে করছেন রাজনীতি সমালোচকরা।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)