Thursday, March 25, 2010

"তিস্তার চরে বর্জ্য পদার্থ" নির্বিকার প্রশাসন

জলপাইগুড়ি, ২৫ মার্চঃ জলপাইগুড়ি সারদাপল্লী সংলগ্ন তিস্তা নদীর চরে নদীর জলের সঙ্গে প্রচুর বস্তা ভেসে এসেছে। যার মদ্ধে প্লাস্টকের ব্যাগ, ব্লাড ব্যাগ, ইউরিন ব্যাগ, সিরিঞ্জ সহ প্রচুর বর্জ্য পদার্থ আছে। গত বৃহষ্পতিবার বন্যা নিয়ন্ত্রনের কাজ করতে আসা সেচ দপ্তরের কর্মী এবং আধিকারীকরা এই ব্যাপারটি লক্ষ করেন। তারপর থেকে বর্জ্য পদার্থের পরিস্কারের দাবি জানিয়ে অনেক আর্জি, অনেক অভিযোগ করা হলেও আজ এক সপ্তাহ হয়ে গেল এখনও তারজন্য কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসন এখনও নির্বিকার। জলপাইগুড়ি জেলার মূখ্য আধিকারীকের বক্তব্য লিখিতভাবে তার কাছে এখনও কিছু যায়নি।

এদিকে সারদাপল্লী এলাকার মানুষরা বর্জ্য পদার্থের প্রতিকার না
হওয়াতে বিক্ষোভে ফেটে পড়েছেন। স্থানীয় মৎসজীবীদের পেশায় আঘাত হয়েছে, তাদের কাছ থেকে কেও মাছ কিনছেনা, মাছ বিক্রি প্রায় বন্ধের মুখে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত বর্জ্য পদার্থ পরিস্কার না হলে তারা আন্দোলনে নামবেন।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)