গত ১ জানুয়ারী নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৯৬ বছরের কমিউনিস্ট নেতা। স্বাস্থের অবনতি শুরু হওয়াতে ৬ জানুয়ারী থেকে ছিলেন ভেন্টিলেশনে। সেই সঙ্গেই চলছিল চরম টানাপোড়েন। ক্রমশই তার অবস্থা আরও গুরুতর হতে থাকে। রবিবার সকালেই তাকে পরিক্ষা করে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেন আর কোনরকম চিকিৎসা চালানো যাবে না। শেষ পর্যন্ত এদিন দুপুরেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ, সোমবারেও তার মরদেহ রাখা থাকবে পিস হেভ্নে। কাল তাঁর শেষ যাত্রা। তিনি ২০০৩ সালেই তাঁর দেহদানের অঙ্গীকারপত্রে সই করে দিয়েছিলেন, ফলে শোকযাত্রা করে শেষ পর্যন্ত তাঁর দেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে।
প্রয়াত জ্যোতি বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ, রাজ্য সরকারের সব সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন রাজ্য সরকার।

চলে গেলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী