Monday, January 18, 2010

চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী...

জলপাইগুড়ি ১৮ জানুয়ারীঃ   চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, শেষ হল তার সতেরো দিনের লড়াই। রবিবার বেলা ১১টা ৪৭, প্রয়াত হলেন তিনি।


গত ১ জানুয়ারী নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে  সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৯৬ বছরের কমিউনিস্ট নেতা। স্বাস্থের অবনতি শুরু হওয়াতে ৬ জানুয়ারী থেকে ছিলেন ভেন্টিলেশনে। সেই সঙ্গেই চলছিল চরম টানাপোড়েন। ক্রমশই তার অবস্থা আরও গুরুতর হতে থাকে। রবিবার সকালেই তাকে পরিক্ষা করে মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেন আর কোনরকম চিকিৎসা চালানো যাবে না। শেষ পর্যন্ত এদিন দুপুরেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ, সোমবারেও তার মরদেহ রাখা থাকবে পিস হেভ্‌নে। কাল তাঁর শেষ যাত্রা। তিনি ২০০৩ সালেই তাঁর দেহদানের অঙ্গীকারপত্রে সই করে দিয়েছিলেন, ফলে শোকযাত্রা করে শেষ পর্যন্ত তাঁর দেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে।
প্রয়াত জ্যোতি বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ, রাজ্য সরকারের সব সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন রাজ্য সরকার।



চলে গেলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)