Tuesday, May 3, 2011

রিক্সা ভাড়া

জলপাইগুড়ি,৩ মেঃ- জলপাইগুড়ি পৌরসভা থেকে রিক্সা ভাড়া বেঁধে দেওয়া আছে। কিন্তু জলপাইগুড়ির বেশীরভাগ রিক্সা তা মানতে রাজী নয়। তাদের দাবি যে সাধারন নাগরিক একটু কষ্ট হলেও হেটেঁ যেতে রাজী তবু রিক্সায়ালাদের সাথে মুখ লাগাতে নারাজ। রিক্সায় উঠলেই ১০ টাকা। যেখানেই যাও ৭ টাকা খুচরো নেই এই অজুহাতে তারা ১০ টাকাই দাবি করে। জলপাইগুড়ি কদমতলা মোড় থেকে ৭৩ মোড় ১০ টাকা ভাড়া।যে কোন রিক্সায় এলেই তারা ১৫, ২০ টাকা চেয়ে বসবে কারন এদিক থেকে ফেরার পথে নাকি খালি রিক্সা ফিরতে হয় তাই ভাড়া বেশী দিতে হবে কোন অজুহাত চলবে না। সন্ধ্যা হলে তো কথাই নেই। কোন দিকে, কোথায় , কত ভাড়া সে এক নানা অজুহাত। জলপাইগুড়িবাসী হয়ে আমাদের আবেদন প্রশাসন যদি এব্যপারে একটু দৃষ্টি আকর্ষন করত তবে রিক্সা নিয়ে সাধারন মানুষের মধ্যে যে বিভীষিকা তা দূর হত।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)