Friday, May 20, 2011

রাজ্যের প্রথম মহিলা মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি, ২০ মেঃ- আজ বহু যুদ্ধের পর সেই বিশেষ দিন ২০ মে ২০১১। বাংলার মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রথম মহিলা মূখ্যমন্ত্রী হিসাবে রাজ্যপালের কাছে শপথ গ্রহন করবেন। তার মন্ত্রী সভায় ৭ জন কংগ্রেস মন্ত্রীও থাকছেন। উত্তরবঙ্গের তথা জলপাইগুড়ির জনপ্রিয় কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় মমতা মন্ত্রী সভায় মন্ত্রী হচ্ছেন।
নেত্রীর নির্দেশ যে যেখানেই থাকুক শপথ গ্রহনের সময় হাত জোর করে নিরবতা পালন করবে। সেই কারনে জলপাইগুড়ির তৃণমূল কার্যালয়গুলির জোরকদমে রাজনৈতিক তৎপরতা শুরু হয়।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)