
জলপাইগুড়ি, ৫ মেঃ- জলপাইগুড়ি শহরের অন্যতম তথা প্রধান জনবহুল বাজার দিনবাজার। জলপাইগুড়িবাসীর নিত্যনৈতিক সঙ্গী এই দিনবাজারের সংস্কার কখন হয়েছে বলে মনে হয় না।বাজারের মধ্যে সরু রাস্তা তার দু ধারে পসরা সাজিয়ে বসেছে চাষীরা।পাশে করলা নদী জঞ্জালে স্তুপ। জঞ্জালের স্তুপ এবং পসরা মিলেমিশে একাকার হয়ে গেছে। নাকে রুমাল দিয়ে তারপর বাজার করতে হয়। বর্ষাকালে নদীর জল উপচে পড়ে কাঁচাবাজার ,মাছের বাজার, জঞ্জাল সব মিলে মিশে একাকার হয়ে যায়।যতুগৃহে পরিনত হয়। জলপাইগুড়ির পৌরপতি বাজারের ভেতরের রাস্তার সংস্কার করতে শুরু করেছে তাকে সবরকম সাহায্য করছে বাজার কমিটি। জলপাইগুড়ির পৌরপতি বাজারের এই অবস্থা ব্যাপারে অবগত। তিনি ১৪ কোটি টাকা খরচ করে এক প্ল্যান প্রজেক্ট করে, বাজার কমিটির পরামর্শ নিয়ে রাজ্য সরকারের কাছে পাঠিয়েছেন।