Saturday, April 30, 2011

চলে গেলেন বিশিষ্ঠ সাহিত্যিক জগন্নাথ বিশ্বাস


জলপাইগুড়ি,৩০ জানুয়ারীঃ- প্রকৃতি পরিবেশের প্রাণপুরুষ বিশিষ্ঠ সাংবাদিক জগন্নাথ বিশ্বাস চলে গেলেন। জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার শহরের বাবুপাড়ায় জন্মগ্রহন করেন। ১৯৮৭ সালে আলিপুরদুয়ার শহরেই তিনি জন্মগ্রহণ করেন।বার্ধক্যজনিত কারনে বহুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। রেখে গেছেন দুই পুত্র, দুই কন্যা এবং ৫ নাতি নাতনী। ১৯২৪ সালের ৪ নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এম.এ. করেন। এই সময় তিনি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বীরেশ চক্রবর্তী বিভিন্ন সাহিত্যিকদের সানিধ্যে আসেন। বিভিন্ন পত্র পত্রিকার সাথেও তিনি যুক্ত ছিলেন। যেমন পূর্বাশা, পরিচয়, প্রচার তিনি নিয়মিত লিখতেন। জীবনের বিভিন্ন সময়ে তিনি পাহাড়, অরন্য, বনে কাটিয়েছেন। ফলে তার লেখা মুলত উত্তরবঙ্গের আত্ম কেন্দ্রিক ফলে জগন্নাথ বিশ্বাস চলে যাওয়ায় সত্যিই সাহিত্য জগতে এক ফাঁকা জায়গা তৈরী হল।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)