Tuesday, January 18, 2011

আমরা বাঙ্গালী ও মোর্চার ডাকা বন্ধ

জলপাইগুড়ি, ১৮ জানুয়ারীঃ- আমরা বাঙ্গালী এবং মোর্চার ডাকা বন্ধে আংশিক সাড়া পাওয়া গেলেও পাহাড়ে ১৪৪ দিনের বন্ধ ডাকা হয়েছে।গতকয়েক দিনের খারাপ আবহাওয়ার জন্য পাহাড়ে বরফ পড়ছে এবং বরফ পাহাড়কে ঢেকে ফেলেছে কিন্তু পর্যটক উধাও।সমতলে বন্ধের প্রথম দু দিন সরকারী এবং আধা বেসরকারী স্কুল কলেজ কিছু বন্ধ ছিল এবং দোকান পাঠও আংশিক বন্ধের চেহারা নিয়েছিল।রাজনৈতিক ডামাডোলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড় আজ আশান্ত হয়ে উঠেছে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)