Friday, January 7, 2011

চা বাগানে পি এফ এর টাকা তরছুপ

জলপাইগুড়ি, ৭ জানুয়ারিঃ- জলপাইগুড়ি সহ আশেপাশের মোট ৫টি চা বাগানের পি এফ এর টাকা জমা পড়ে নি। এই শিল্পপতিদের গ্রেফতারের আদেশ জারি করা হয়েছে। গোপনে এই অভিযান চালানোর জন্য পি এফ কর্তাদের হাতে এই তথ্য উঠে এসেছে। প্রায় ১৫০০ চা শ্রমিক কর্মচারী পি এফ ছাতার তলায় আসে নি। তাদের পি এফর টাকা নয় ছয় করেছে। পি এফ কর্তীপক্ষ এই চা বাগানগুলিকে অ্যাটাচ করেছে। যার ফলে কোন চা বাগান বিক্রি করা যাবে না।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)