Wednesday, December 22, 2010

হাতির মৃত্যু রুখতে অভিনব যন্ত্র আবিস্কার

জলপাইগুড়ি, ২২ ডিসেম্বরঃ- জলপাইগুড়ি জেলায় ডুয়ার্সের মধ্যে দিয়ে রেলগাড়ি যাওয়ার সময় প্রায়ই হাতির মৃত্যু ঘটে।গত ৭ মাস আগে প্রায় একসাথে ৭ টি হাতির মৃত্যু ঘটে। প্রশাসন নড়ে চড়ে বসে কিন্তু আন্দোলন প্রতি আন্দোলন ছাড়া কিছুই করতে পারে নি।
জলপাইগুড়ির পলিটেকনিক কলেজের দ্বিতীয়বর্ষের দুইজন ছাত্র এবং pass out তিনজন ছাত্রের মিলিত প্রচেষ্ঠায় এক যন্ত্র আবিস্কার করেছে যার মাধ্যমে দুর্ঘটনা আটকানো যাবে এবং ভয়াবহ দুর্ঘটনা থেকে বন্য জন্তুদের রক্ষ্যা করা যাবে বলে তাদের দাবি।
মোটা স্পিং এর ওপর পাটাতন পাতা থাকবে এবং ব্যাটারির সাথে তার ফিটকরা থাকবে ফলে হাতি, বাইসন, গন্ডার ভারিজাতীয় পশু পাটাতনের ওপর পা দিলেই রেললাইনের ধারে রাখা লাইট জ্বলে উঠবে তা দেখে গাড়ির চালক গাড়ির গতি নিয়ন্ত্রনে আনতে পারবেন এবং স্টেশনেও অ্যলার্ম বেজে উঠবে এখান থেকেও গাড়ির চালককে ফোনে আগাম সতর্ক করে দেওয়া যেতে পারে হাতির দল রাস্তা পারাপার করছে। চালক সতর্ক হয়ে যাবেন। মিলিত ছাত্রদলের আবিস্কার দাবি করে তাদের প্রচেষ্ঠা ১০০% না হলেও ভয়াবহ দুর্ঘটনা এড়াতে পারবে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)