Monday, December 20, 2010

রাজমিস্ত্রীর সহায়তায় রক্ষা পেল ট্রেন দুর্ঘটনা

রাজমিস্ত্রীর সহায়তায় রক্ষা পেল ট্রেনদুর্ঘটনা
জলপাইগুড়ি,২০ ডিসেম্বরঃ- গতরবিবার শহরের ব্যস্ততম লেবেলক্রসিং ৩ নং ঘুমটির গেটবন্ধ হয় নি। সিগনাল ছাড়াই কি ভাবে হলদিবাড়ি নিউজলপাইগুড়ি লোকাল ট্রেনটি ঢুকে পড়লো তাই আশ্চর্যের। জনৈক রাজমিস্ত্রী সেই সময় লক্ষ্য করেন ট্রেন স্টেশনের দিকে স্পিডে আসছে। সে একদিকে তার সাইকেল আরেকদিকে গায়ের লাল ফুল সোয়েটার খুলে চালককে দেখাতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। টেনটি আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। তার এই উপস্তিত বুদ্ধিতে একটি প্যাসেঞ্জার ট্রেন বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। পেশায় রাজমিস্ত্রী বাড়ি হলদীবাড়ি। সে রোজকারমত সাইকেল নিয়ে এসে জলপাইগুড়িতে নির্দিষ্ট জায়গায় রেখে প্রতিদিন কাজে যায়। এতবড় দুর্ঘটনা এড়াতে পেরে তিনি আল্লাকেই স্মরন করতে চান। জনসাধারন জলপাইগুড়ি স্টেশনমাস্টারকে ঘেড়াও করেন তিনি ভুল স্বীকার করেন সিগনাল ছাড়া কিভাবে ট্রেন ঢুকে পড়ল এটাই আশ্চর্যের। বিভিন্ন সংগঠন থেকে দফায় দফায় কৈফওত চাওয়া হয় সারাদিন স্টেশনচত্ত্বর ছিল উত্তেজনায় ভরা।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)