Monday, December 6, 2010

বাজার আগুন

জলপাইগুড়ি, ৬ ডিসেম্বরঃ- শীত তার নিজের রীতিতে বেশ জাঁকিয়ে বসেছে। কিন্তু এই শীত কমাতে সকালে চা খেয়ে বাজারের ব্যাগ নিয়ে বাজারে গেলেই এক নিমিশে সব গরম। আলু-২০ টাকা কেজি, বেগুন-৪০ টাকা কেজি, পেয়াজঁ-৫০ টাকা, ফুলকপি-১২ টাকা কেজি, পেয়াঁজকলি- ৭০-৭৫ টাকা কেজি আর রুই মাছ-১ থেকে দেড় কিলো ১২০ থেকে ১৫০ টাকা কিলো। কাতলা মাছ ১ থেকে দেড় কেজি ২৫০ টাকা কিলো। প্রম ফ্রেট-৩০০ টাকা, গলদা চিংড়ি-৩০০-৪০০ টাকা সব মিলিয়ে বাজার আগুন শুনে মাথা তারপর শরীর গরম। শীতে শাক-সব্জী সভাবতই একটু সস্তা হয় ফলনও বেশী হয়। বাজারের চড়া দামে মানুষের মাথায় হাত।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)