Monday, October 11, 2010

কলকাতায় জলপাইগুড়ির পুরনিগমের নতুন আবাসন

জলপাইগুড়ি, ১১ অক্টোবরঃ- জলপাইগুড়ির পৌরপতির উদ্দ্যোগে কলকাতায় সি আই টি রোডে এক আবাসন তৈরীর কাজ শুরু হবে খুব তারাতাড়ি এ কথা জানিয়েছেন পৌরপতি মোহন বসু। রাজ্য সরকার থেকে তারা ৫ কাঠা জমিও পেয়েছেন। ২০১১ সালের মধ্যেই কাজ শেষ হবে বলে জানিয়েছেন। এরজন্য খরছ হবে আনুমানিক ৩০ লক্ষ্য টাকা। তিনতলা এই আবাসিকে জলপাইগুড়ির পুরএলাকার বাসিন্দারা চিকিৎষা, কোনো জরুরী কাজে গেলে এই ভবনে থাকতে পারবে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)