জলপাইগুড়ি, ৬ অক্টোবরঃ- যদুনাথ রায় নিবাস জলপাইগুড়ি জেলার রাজগজ্ঞে। তিনি প্রতিবন্ধী, দৃষ্টিশক্তি ১০০ % ০। কিন্তু সব বাধাঁ দূরে রেখে এহেন কাজ নেই তিনি করেন না।
সম্প্রতি জলপাইগুড়ি ওয়েলফেয়ার সংস্থা ৩০ এবং ১ অক্টোবর দুদিন ধরে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিলির ব্যবস্থা করে টাউন ক্লাবের মাঠে। যদুবাবুর হাতে দায়িত্ব ছিল প্রতিবন্ধীদের শিবিরে নিয়ে আসা। তিনি এখান ওখান থেকে প্রতিবন্ধীদের নিয়ে শিবিরে আসেন এবং তিনি এই কাজ খুব আন্তরিকের সঙ্গে করতে এবং ব্যস্ত থাকতে ভালোবাসেন। ওয়েলফেয়ারের এক কর্ণধার বলেন, সাধারণত এই কাজ করার জন্য অনেকেই প্রশ্ন তোলেন তারা কি পাবেন। ওয়েলফেয়ারের এক মুখপাত্র বলেন এক মাত্র তিনিই কিছু নিতে চান নি। তাকে জোর করে একটা লাঠি দেওয়া হয়। তিনি বলেন, ২০০৫ সালে মুম্বাইয়ের একটি বানিজ্য সংস্থা তাকে একটি মাণপত্র এবং নগদ ৫০০০ টাকা দিয়ে সন্মান জানায় প্রতিবন্ধকতার কাজ করার জন্য।
যদুবাবু বলেন, নিজে প্রতিবন্ধী হয়ে বোঝেন সমাজে প্রতিবন্ধক্তার কি কষ্ট। তিনি ভগবানের কাছে কিছুই চান না, শুধু প্রতিবন্ধীদের হয়ে কাজ করে যেতে চান।
খবরে খুজুন
জলপাইগুড়ি
(208)
উত্তরবঙ্গ
(18)
করলা নদী
(18)
ডুয়ার্স
(12)
পশ্চিমবঙ্গ
(11)
মালবাজার
(9)
কদমতলা
(8)
দিনবাজার
(7)
কোচবিহার
(6)
তিস্তা
(6)
দেবনগর
(6)
পাঙ্গা সাহেববাড়ি
(6)
বাংলাদেশ
(6)
ভারত
(6)
সুকান্তনগর
(6)
A.C. College
(5)
দার্জিলিং
(5)
বেগুনটারি
(5)
ময়নাগুড়ি
(5)
রবীন্দ্রভবন
(5)
গোশালা মোড়
(4)
পুরাতন মসজিদ
(4)
বেরুবাড়ি
(4)
রায়কতপাড়া
(4)
স্পোর্টস কমপ্লেক্স
(4)
গোর্খাল্যান্ড
(3)
বিবেকানন্দ কলোনি
(3)
সার্কিট হাউস
(3)
অরবিন্দ নগর
(2)
কলেজ
(2)
কাদোবাড়ি
(2)
ডিবিসি রোড
(2)
ডেঙ্গুয়াঝার
(2)
বাবুঘাট
(2)
মন্ডলঘাট
(2)
মাদ্রাসা মাঠ
(2)
মোগিতনগর
(2)
রাজগঞ্জ
(2)
সারদা পল্লী
(2)
গোঁসাইরহাট
(1)
জলপাইগুড়ি স্টেশন
(1)
টাউনক্লাব
(1)
টিয়াপাড়া
(1)
ফাটাপুকুর
(1)
হুজুর সাহেবের মেলা
(1)