Saturday, October 2, 2010

হাতির মৃত্যু ঠেকাতে ৭ কোটি টাকা

জলপাইগুড়ি, ২ অক্টোবরঃ- সারা বছরে মাঝে মাঝেই ডুয়ার্সের শিলিগুড়ি আলিপুর রুটের ট্রেনে হাতি কাটা পড়ে। গত ২ মাসে এক সাথে ৭ টি হাতি কাটা পড়ে, এর আগে এত বড় দুর্ঘটনা ঘটে নি।
কি কি কারনে সতর্কতা অবলম্বন করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তার এক গুচ্ছ প্রস্তাব নিয়ে কেন্দ্রিয় বন্য ও পরিবেশ মন্ত্রী জয় রাম রমেশ ডুয়ার্স পরিদর্শনে আসেন।
  • ট্রেনের গতি নিয়ন্ত্রন করতে হবে, ঘন্টায় ২০ থেকে ৩০ কিঃ মি।
  • বনাঞ্চল সংলগ্ন ১০ টি কন্ট্রোল রুম খুলতে হবে।
  • আন্ডার পাস এবং ফেসিং দিতে হবে।
  • যে সব ট্রেন এই সব রুটে কাজে আসে না সেগুলিকে বনাঞ্চল এর রাস্তা থেকে ঘুরিয়ে শিলিগুড়ি কোচবিহার আলিপুর রুটে চালাতে হবে।
মন্ত্রী জানিয়েছেন, বন্য পশু-পাখী সংরক্ষনে কেন্দ্র আরও কিছু পদক্ষেপ নিচ্ছেন। প্রথম দফায় ৪ কোটি, দ্বিতীয় দফায় ৩ কোটি মোট ৭ কোটি টাকা কেন্দ্র খরচ করবে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)