Thursday, August 19, 2010

"শিশু শ্রমিক শিক্ষক শিক্ষিকাদের বেতন বন্ধ"

জলপাইগুড়ি, ১৯ আগষ্টঃ জলপাইগুড়ির ১৯ টি শিশুশ্রমিক বিদ্যালয়ের অন্ততপক্ষে ৯৫ জন শিক্ষক ও শিক্ষিকা এক বছর ধরে বেতন পাচ্ছেন না। জলপাইগুড়ি জেলায় জাতীয় শিশুশ্রমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা সমবেত হয়ে তাদের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহন করবেন বলে জানিয়েছেন। শিশুশ্রমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা এক হাজার পাঁচশ টাকা করে মাসে বেতন পান কিন্তু বর্তমানে তা বন্ধ হয়ে যাওয়াতে প্রবল অসুবিধায় পড়েছেন তারা। সমস্যা সমাধানের জন্য এই বিষয়টি দিল্লিতে জানানো হয়েছে বলে জানা গেছে।

খবরে খুজুন

জলপাইগুড়ি (208) উত্তরবঙ্গ (18) করলা নদী (18) ডুয়ার্স (12) পশ্চিমবঙ্গ (11) মালবাজার (9) কদমতলা (8) দিনবাজার (7) কোচবিহার (6) তিস্তা (6) দেবনগর (6) পাঙ্গা সাহেববাড়ি (6) বাংলাদেশ (6) ভারত (6) সুকান্তনগর (6) A.C. College (5) দার্জিলিং (5) বেগুনটারি (5) ময়নাগুড়ি (5) রবীন্দ্রভবন (5) গোশালা মোড় (4) পুরাতন মসজিদ (4) বেরুবাড়ি (4) রায়কতপাড়া (4) স্পোর্টস কমপ্লেক্স (4) গোর্খাল্যান্ড (3) বিবেকানন্দ কলোনি (3) সার্কিট হাউস (3) অরবিন্দ নগর (2) কলেজ (2) কাদোবাড়ি (2) ডিবিসি রোড (2) ডেঙ্গুয়াঝার (2) বাবুঘাট (2) মন্ডলঘাট (2) মাদ্রাসা মাঠ (2) মোগিতনগর (2) রাজগঞ্জ (2) সারদা পল্লী (2) গোঁসাইরহাট (1) জলপাইগুড়ি স্টেশন (1) টাউনক্লাব (1) টিয়াপাড়া (1) ফাটাপুকুর (1) হুজুর সাহেবের মেলা (1)